বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কথা জানান।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ ৪ জন পুলিশ সদস্য দেওয়া হবে।
এদিকে সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীতে অবস্থানরত বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব- ৮ পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা জানান।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘শনিবার রাত ১২টার পর সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো বহিরাগত নগরীতে থাকতে পারবেন না। একমাত্র চিকিৎসার জন্য আসা লোকজনকে বিশেষ বিবেচনায় দেখা হবে। অন্য কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’ এ সময় নগরীতে অবস্থানরত বহিরাগতদের নির্ধারিত সময়ের মধ্যে নগর ত্যাগের আহ্বান জানানো হয়। একই আহ্বান জানান, র্যাব- ৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান।