সাংবাদিক নাদিম হত্যায় প্রধান আসামি বাবুর দায় স্বীকার

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে নেয় পুলিশ। বিকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তাকে হাজির করা হয়।

আদালতে দীর্ঘ শুনানি শেষে সন্ধ্যায় চেয়ারম্যান বাবু ১৬৪ ধারায় নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান।

রোববার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচ, ছয় আসামিকে চার এবং বাকি ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন। রোববার থেকেই তাদের রিমান্ড শুরু হয়। এর আগে রিমান্ড শেষে এ মামলার গ্রেফতার আরও ১২ আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শনিবার বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।