বিশ্ব ক্লাবফুট উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যাগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় র্যালী উদ্বোধন করেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশিদ। এরপর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবতির সঞ্চালনায় তত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশিদের সভাপতিত্বে বক্তব্য উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এনকে আলম,হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রহিম মোড়ল, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার জহিরুল হক।