চৌগাছায় পুলিশের অভিযানে ২কেজি গাজা উদ্ধার

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ২কেজি গাজা উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৪শে জুন) সন্ধ্যা ৬ টায় এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে অভিযান চালায় পুলিশ৷ শনিবার সন্ধ্যায় থানার এস আই শামিমের নেতৃত্বে চৌগাছা মহেশপুর রোড টেংগুরপুর থেকে চৌগাছা দিকে ব্যাগে করে মাদক পাচারের সময় শুকুর আলী (২৮) কে ধাওয়া করা হয়। এসময় হযরত আলী বাড়ির সামনে সে পালিয়ে গেলে উক্ত স্থান থেকে ২ কেজি গাজা উদ্ধার করে থানা পুলিশ। যার বর্তমান মূল্য ৬০০০০/-হাজার টাকা। পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া শুকুর আলী সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের নজরুল গাজীর ছেলে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।