যশোরে বার্মিজ চাকুসহ এক সন্ত্রাসী পুলিশের খাঁচায়

শহরের হাজী মোহাম্মদ মহসীন রোডস্থ বড় বাজারস্থ জনৈক শাহজাহান এর ফলের দোকানের সামনে তুহিন ওরফে হৃদয় নামে এক যুবককে দুই সুইচ গিয়ার বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী আরো অজ্ঞাতনামা ১/২জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে কোতয়ালি থানায় দ্রুব বিচার আইনে মামলা হয়েছে। আটক হৃদয় যশোর শহরের ঘোপ (বউ বাজার) বর্তমানে ডিআইজি রোড (ভাসমান) নুর ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই রইচ আহমেদ জানান, শনিবার ২৪ জুন বিকেলে অবৈধ মাদকদ্রব্য, অস্ত্রগুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনাকালে উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থানকালে বিকেল পৌনে ৬ টায় গোপন সূত্রে খবর পান শহরের বড় বাজারস্থ জনৈক শাহজাহান এর ফলের দোকানের সামনে উঠতি বয়সের ১/২জন বয়সের ছেলে হাতে চাকু/ছুরি নিয়ে ছিনতাই/ মারামারি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তুহিন ওরফে হৃদয়কে গ্রেফতার করে। পরে তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে দু’টি ধারালো বার্মিজ চাকু যা সুইচ গিয়ার জব্দ করেন। উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত দু’টি সুইচ গিয়ার বার্মিজ চাকু জব্দ করেন। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন। ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত তুহিন ওরফে হৃদয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা,চুরি,মাদকসহ ৮টি মামলা রয়েছে। রোববার ২৫ জুন দুপুরে তাকে আদালতে সোপর্দ করেন।