যশোরে চাঁদার দাবিতে এক ওয়েল্ডিং ওয়ার্কসপ ব্যবসায়িকে মারপিট ও
ছুরিকাঘাতের অভিযোগে কোতয়ারি থানায় মামলা হয়েছে। রয়েল
ওয়েল্ডিং ওয়ার্কসপের স্বত্তাধিকারি পূর্ব বারান্দিপাড়ার আব্দুল মুজিদের
ছেলে মমিন রয়েল (৪২) বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মামলা করেন। মামলায়
তিনি পশ্চিম বারান্দিপাড়া কদমতলার টিটোর বাড়ির ভাড়াটিয়া ইুদ্রস
আলীর ছেলে তামিমকে (২২) আসামি করেন।
মামলায তিনি বলেন, আসামিরা সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকাসক্ত। বাদি
মমিন রয়েল সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছে।
আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মমিনের নিকট চাদা
দাবি ও চাঁদা গ্রহন করে আসছে। আসামিরা বিভিন্ন সময় ভয়ভীতি
দেখিয়ে বাদির কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা গ্রহন করে। কিন্তু
আসামিরা সন্তুষ্ট না হওয়ায় ১ সেপ্টেম্বর সকালে ব্যবসা প্রতিষ্ঠানে
এসে পুনরায় ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। মমিন চাঁদা দিতে
অস্বীকার করলে আসামি তামিম খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ৫
সেপ্টেম্বর সন্ধ্যায় তামিম মমিনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েল ওয়েল্ডিং
ওয়ার্কসপের যেয়ে আগের দাবিকৃত ১০ হাজার টাকা চাঁদা চায়।
মমিন দিতে অস্বীকার করে। তামিম ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে খুন করার
উদ্দেশ্যে মমিনের বুক লক্ষ্য করে আঘাত করে। মমিন সরে গেলে মামাজ বাম
পাশে ছুরিকাঘাত হয়। মমিন মাটিতে পড়ে গেলে তামিম আবারো
ছুরিকাঘাত করলে মমিনের বাম হাটুতে লেগে রক্তাত্ত জখম হয়। এ ছাড়াও
মমিনের পিঠে স্পাইনাল কডে এলোপাতাড়ি আঘাত করে জখম করে।
মমিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামি তামিম খুন জখমের
হুমকি দিয়ে চলে যায়।