অভয়নগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী

সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উদ্ভাবনী স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে ধারন করে এবারই প্রথম বারের মতো সারা বাংলাদেশের ন্যায় যশোরের অভয়নগরে উপজেলা পরিষদের আয়োজনে ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, সমাজ সেবা অফিসার এ এফ এম অহেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মেহেদী হাসান।

এ ছাড়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, শিক্ষক সামাজিক সংগঠন ও উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টলের কর্নধারগন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল মন্ত্র সব ধরনের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছানো। দিনরাত চেষ্টা করে চলেছেন সরকার। বাংলাদেশের একজন ও যেন ভূমিহীন না থাকে তার জন্য সকলের সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করে যেতে হবে। সকালে আনুষ্ঠানিক ভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ উপজেলা পরিষদের স্টলগুলো পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।