বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলনের এখনো কিছুই দেখেন নাই। আন্দোলন হবে অক্টোবরে। এই অক্টোবর হবে মুক্তির মাস, অক্টোবর হবে স্বাধীনতার মাস।’
আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরে আমাদের অর্জন আমেরিকার স্যাংশন আর ভিসা নীতি। প্রধানমন্ত্রী আমেরিকায় থাকা অবস্থায় ভিসা নীতি প্রকাশ করা হয়েছে। কারণ, বাংলাদেশে গণতন্ত্র নাই। ভোটের অধিকার নাই। মানবাধিকার নাই, নিরাপত্তা বলে কিছু নাই। সচিব থেকে শুরু করে বাংলাদেশের অনেক নেতা এই ভিসা নীতির আওতায় পড়েছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ১৪ থেকে ১৮ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছেন। ভিসা নীতির আওতায় পড়ে গেলে আমেরিকায় নিয়ে যাওয়া এই টাকা ভোগ করতে পারবেন না।’
আমান উল্লাহ আমান-সহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার বিরোধী দলের প্রধান প্রতিপক্ষকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে।’
তিনি বলেন, ‘আপনারা যে অপকর্ম করেছেন, বাংলাদেশকে বিশ্বের সামনে অপমানজনক পরিস্থিতিতে ফেলেছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? রাষ্ট্র এখন দানবে রূপান্তরিত হয়েছে। সে মানুষকে দেখে না, নাগরিককে দেখে না। দানবের মতো আচরণ করছে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই। বর্তমান সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে, তার জন্য, দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে।’
তিনি বলেন, ‘দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন। তাহলে কিছুটা বলেও রক্ষার পথ পাওয়া যাবে। আপনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন করবেন। আর যদি না করেন, বাংলাদেশের মানুষ আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবে।