পাবনায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এনসিডি কার্যক্রমের উপর কর্মশালা অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘নন কমিউনিক্যাবল ডিজিস’ (এনসিডি)
কার্যক্রমের উপর পাবনায় স্বাস্থ্য কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত
হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে পাবনা সিভিল
সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার নয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার
পরিকল্প কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান।
বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল
প্রোগ্রাম’র প্রোজেক্ট ম্যানেজার ডাঃ শামীম জুবায়ের, ন্যাশনাল হার্ট
ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স
মেডিকেল অফিসার ডা: আল আমিন সরকার, পাবনা জেলা ফিল্ড মনিটরিং আবুল কালাম
আজাদ প্রমুখ।

কর্মশালায় এ বিষয়ের উপর তথ্য উপাত্ত উপস্থাপন করেন কর্মকর্তাগণ। তারা
বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারনে সারা দেশে মৃত্যুর
মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদ রোগ,
স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যু হার শতকরা ৩৪ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল
মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের
জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। সেখান থেকে
রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা
ও ঔষধ প্রদান করা হচ্ছে। প্রাপ্ত বয়সী সকলকে কমিউনিটি কনিক থেকে উচ্চ
রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা গ্রহনের তথ্য
তুলে ধরেন।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা
ও সকল প্রাপ্ত বয়সীদের কমিউনিটি কিনিক থেকে রক্তচাপ পরিমাপ করা, উচ্চ
রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহ সহ
কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি
গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার নয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।