যশোরে ইয়াবাসহ বাবু আটক

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদরের হাশিমপুর মধ্যপাড়ায় সকালে অভিযান চালিয়ে শাওন হোসেন ওরফে বড় বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে সাড়ে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি আরাফাত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শাওন হোসেন ওরফে বড় বাবুকে আটক করেন।

পরে তার দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে সাড়ে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গতকাল আটক শাওনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।