ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে মহেশপুরের খালিশপুর সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান কলেজের জাদুঘর মিলনায়তনে শহীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন আক্কাস আলী ও কায়েদুননেসার জৈষ্ঠ পুত্র।