যশোরে পাঁচ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

যশোরে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পাঁচ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষে সরকারি বেসরকারি এবং এনজিও কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ পাঁচ দিন যশোর জেলায় নিয়মিত সেবার পাশাপাশি ২ লাখ পরিবারকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করার টার্গেট নির্ধারণ করা হয়েছে বলে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানিয়েছেন।

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলাময় সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবির, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর সেলিনা খাতুন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, রিজিওনাল কনসালটেন্ট ডাক্তার আসাদুজ্জামান। আলোচনার শুরুতে পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন কার্যাবলী উপস্থাপন করেন সহকারী পরিচালক সাবিহা কবীর প্রমুখ।

অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করত হবে। কোথাও যদি বাল্য বিয়ে হয়, তাহলে স্থানীয় প্রশাসনের সহায়তা বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে