বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে যশোরের শার্শা উপজেলার
ইসলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে শাওন খানের বিরুদ্ধে
কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
সদরের কাজিপুর গ্রামের বর্তমানে রাজারহাট আলা উদ্দিনের বাড়ির
ভাড়াটিয়া কামাল হোসেনের যুবতি মেয়ে শুক্রবার মামলা করে।
মামলায় বলা হয়েছে, আসামি শাওন খান বিদেশ ওমানে থাকা অবস্থায়
যুবতির এক আতœীয়ের মাধমে পরিচয় হয়। আসামি যুবতিকে পছন্দ
করে বিয়ের প্রস্তাব দেয়। যুবতি বিয়ের প্রস্তাবে রাজি হয়। আসামি
ওমান থেকে শার্শায় তার বাড়ি এসে প্রতিনিয়ত যুবতির সাথে
যোগাযোগ করে। ২৩ সেপ্টেম্বর আসামি শাওন যুবতির শংকরপুর জাহেরা
নিবাস ভাড়াটিয়া বাড়ি এসে রাত্রি যাপন করে এবং বিয়ের প্রলোভন
দেখিয়ে শারিরীক সম্পর্ক করে।
কিছুদিন পর ওই যুবতি শংকরপুরের ভাড়া
বাড়ি ছেড়ে দেয়। রামনগর রাজারহাটে আলাউদ্দিনের বাড়ি ভাড়া নেয়।
আসামি শাওন রামনগর রাজারহাটের বাড়ি যাওয়া আসা করে ও শারীরিক
সম্পর্ক করে। সর্বশেষ আসামি শাওন ২২ অক্টোবর বিয়ের প্রলোভন
দেখিয়ে শারীরিক সম্পর্ক করে।
এরপর আসামি যুবতির সাথে বিম্বাস
ভঙ্গ করে অন্য জায়গায় বিয়ে করে। বর্তমানে যুবতি এক মাসের
অন্তঃসত্তা। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে
যুবতি মামলা করে।