যশোরে মনি বেগম (৪৮) নামে এক মাদক স¤্রাজ্ঞীকে ২শ’ পিস ইয়াবার চালানসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৩ ডিসেম্বর দুপুওে চাঁচড়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক কাইয়ূম আলীর বাড়ির পিছনে চাঁচড়া ভাতুড়িয়া পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। সে যশোর সদর উপজেলার চাঁচড়া খামারপাড়া গ্রামের ওমর ঢালীর মেয়ে শেখ আজাদের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই বিপ্লব সরকার জানান, রোববার ৩ ডিসেম্বর দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তার দখলে থাকা ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।