২০ ঘন্টা পেরিয়ে গেলেও ঝিনাইদহের নৌকার সমর্থক হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী নিহত বরুন কুমার ঘোষের বাড়িতে চলছে শোকের মাতম।
সনাতন ধর্মাবলম্বী হওয়ায় নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মনীন্দ্র কুমার সাহা সহ নেতৃবৃন্দ। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে তারা নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করে এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মনীন্দ্র কুমার সাহা, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক সুভাশীষ কুমার বিশ^াসসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচন কেন্দ্রীক এমন হত্যাকান্ড সাম্প্রদায়িক বহিঃপ্রকাশ মন্তব্য করে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি নেতাদের। থানায় এখনও মামলা দায়ের হয়নি তবে লাশের শেষকৃত্য শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষ নেওয়ায় বরুন ঘোষ নামে ওই কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত বরুন ঘোষ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার মৃত নরেণ ঘোষের ছেলে।
সট-০১, মনীন্দ্র কুমার সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের।
ভক্সপপ-০১, অরুন কুমার ঘোষ, নিহতের ভাই।