ঝিনাইদহে হোটেল মালিক সমিতির নেতার উপর হামলার ঘটনায় মানববন্ধন

ঝিনাইদহে হোটেল রেঁস্তোরা কনফেকশনারি মালিক সমিতির সাধারন সম্পাদক
নিতাই ঘোষের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হোটেল
রেঁস্তোরা কনফেকশনারি মালিক সমিতি। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ব্যানার ফেস্টুন
নিয়ে সমিতির সভাপতি আবিদুর রহমান লালু মিয়া, সহ-সভাপতি সুব্রত
ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক অলিপ ঘোষসহ হোটেল মালিক, শ্রমিক ও
কর্মচারীরা অংশ নেয়।

সে সময় বক্তারা,হোটেল রেঁস্তোরা ও কনফেকশনারি মালিক সমিতির সাধারন
সম্পাদক নিতাই ঘোষের উপর হামলাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
গত ৮ জানুয়ারি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিতাই ঘোষকে মারধর করে
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।