বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি হলেন শেরপুরের কেন্দুয়া থানা এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)।
বিশ্ব ইজতেমার মাওলানা জোবায়ের অনুসারী মুরুব্বী মুফতি জহির ইবনে মুসল্লী জানান, শেরপুর থেকে বিশ্ব ইজতেমার অংশ নিতে আসেন আব্দুস সাত্তার। এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমার ময়দানে তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে মরদেহ তার স্বজনরা নিয়ে যান। এটা ছিল এবারের বিশ্ব ইজতেমায় প্রথম মুসল্লির মৃত্যু।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এরপর ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। একইভাবে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।