যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার-৪

jessore atok map

যশোরে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ইট ভাটার শ্রমিক ফয়জুল ইসলাম (২৭) কে হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত রোববার ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় মামলাটি করেন নিহত শ্রমিকের পিতা যশোর সদর উপজেলার তোলা গোলদারপাড়া জালাল উদ্দিন গাজী। মামলায় আসামী করেন, ৫জনকে।

এরা হচ্ছে,সদর উপজেলার তোলা গোলদারপাড়া (আব্দুল্লাহ ওয়ার্কশপ কানাইতলা,৫ নং ওয়ার্ড ১১ রামনগর ইউনিযনের) আব্দুল্লাহর ছেলে রাকিব হাসান শান্ত,সহোদর আমির হামজা,মৃত নুর ইসলামের ছেলে আব্দুল্লাহ, অভয়নগর উপজেলার পাথালিয়া (মালাধরা বাজারের পাশে) বর্তমানে সদর উপজেলার তোলাগোলদার পাড়া (আব্দুল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কানাইতলা) এলাকার জয়নাল মোল্লার ছেলে সাব্বির মোল্লা ও অভয়নগর উপজেলার কোদলা (শ্যামলের ইট ভাটার পাশে) বর্তমানে তোলাগোলদারপাড়া উক্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের রহমতের ছেলে এনামুল হক। পুলিশ এনামুল হক ছাড়া বাকী চারজনকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করেছে।

মামলায় বাদি উল্লেখ করেন,তার বড় ছেলে ফয়জুল ইসলাম (২৭) বিভিন্ন এলাকায় ইটভাটার কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় ফয়জুল ইসলাম সুতিঘাটা বাজাওে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়। ১১ ফেব্রুয়ারী রাত ১২ টার পর বাদির ছেলে রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় কানাইতলা আব্দুল্লাহ ওয়ার্কশপের মধ্যে উল্লেখিত আসামীরা চোর সন্দেহে ফয়জুল ইসলামকে ধরে নিয়ে ওয়ার্কশপের মধ্যে নিয়ে হাত বেঁধে লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে।

তার অবস্থা আশংকাজনক হলে জনসাধারণ খবর পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফয়জুল ইসলামকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে ১১ ফেব্রুয়ারী দুপুর চিকিৎসক ফয়জুলকে মৃত বলে ঘোষনা করে। বাদি খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের লাশ মর্গে দেখতে পায়। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ উল্লেখিত চারজনকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার ১২ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করে।