বাঘারপাড়ায় ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই

jessore map

বাঘারপাড়ার ভ্যান চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। একই সাথে ছিনতাইকাজে ব্যবহৃত চাকু, রমজানের ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ইয়ামিন মোল্লা বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এঘটনার পর রমজানের বাবা কলিম উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্বপায় ডিবি পুলিশ। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারী ইয়ামিনকে চিহ্নিত করে শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর ইয়ামিনের স্বীকারোক্তিতে পুলিশ ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেম, ব্যাটারি, সাউন্ড সেট, চাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করে।