শৈলকুপায় পাউবোর ব্রীজ ও সড়ক নির্মাণে ধীরগতিসহ নিম্ন মানের উপকরণ ব্যবহারের প্রতিবাদে মানবন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের ব্রীজ ও সড়ক সংস্কারে ধীরগতি ও নি¤œ মানের উপকরণ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন, ৩ বছর আগে জিকে সেচ খালের উপর ব্রীজ নির্মাণ শুরু করে পাউবো। সেই থেকে নি¤œমানের উপকরণ ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বুয়েট থেকে পরীক্ষা করার পর ব্লকগুলো নি¤œমানের প্রমাণিত হওয়ার পরও ব্যবহার করা হচ্ছে।

সেই সাথে সংযোগ সড়ক নির্মাণে নি¤œমানের ইট ব্যবহার করা হয়েছে। এতে ব্রীজ ও সড়কের স্থায়ীত্ব হওয়া নিয়ে শংকায় রয়েছে তারা। তাই নিময় অনুযায়ী কাজ করার দাবী জানান বক্তারা।