বেনাপোলে ৮০০ বোতল ফেনসিডিল সহ এক মাদককারবারি আটক

বেনাপোলের বাহাদুরপুর ্গ্রাম থেকে ৮০০ বোতল ফেনসডিল সহ কেসমত আলী (৪০) নামে একজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মাদকের ওই চালানটি উদ্ধার করে যশোর র‌্যাব -৬।

আটককৃত কেসমত আলী বন্দর থানার চাঁন মিয়ার ছেলে।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামে একটি বাঁশবাগানে মাদক দ্রব্য ( ফেনসিডিল) জমা রাখা হয়েছে। এখান থেকে জেলার বিভিন্ন থানায় এসব মাদকদ্রব্য বিক্রি হবে। বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে কেসমত নামে একজন মাদক কারবারিকে আটক করে তার শিকার উক্তি অনুযায়ী বাঁশবাগানের মধ্যে শুকিয়ে যাওয়া একটি ডোবায় পাতা দিয়ে ফেনসিডিল ঢেকে রাখা হয়েছে, সেই মোতাবেক ওই বাগানে অভিযান পরিচালনা করে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত কেসমতকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটককৃত ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।