যশোরে শার্শায় ফুটবল খেলতে গিয়ে কিশোর নিহত

শার্শায় ফুটবল খেলতে গিয়ে রাফসান (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১মে) বিকেল ৪টার দিকে উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মৃত রাফসান- উপজেলার নাভারণ যাদবপুর (ডগের বাগান) গ্রামের এলুমিনিয়াম ব্যবসায়ী ডালিম হোসেনের ছেলে ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনেরা জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার এক পর্যায়ে রাফসান হঠাৎ মাটিতে পড়ে মারাত্মক আঘাত পায়। সে নিজে সোজা হয়ে উঠতে পারছিল না। সঙ্গে তার বন্ধুরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।