যশোরে জমি নিয়ে হামলা একই পরিবারের চারজন আহতর গ্রেফতার-১

যশোর সদরের লেবুতলা মধ্যপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারের চারজন
আহত হওয়ায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ হামলার সাথে
জড়িত আব্দুল লতিফের ছেলে রিপন হোসেনকে আটক করেছে। অন্যান্য
আসামিরা হলো, একই গ্রামের আব্দুল খালেক ও তার ছেলে মিটুল, মৃত
মনির উদ্দিনের ছেলে কাওছার, মৃত আনার উদ্দিন বিশ্বাসের ছেলে মন্টু
হোসেন এবং কাওছারের দুই মেয়ে রোমেলা ও বিলকিস । ওই গ্রামের
ইসমাইল হোসেন মামলায় উল্লেখ করেন, আসামিদের সাথে তার জমি
নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সে কারনে আসামীরা তাকে
নানা ভাবে হুমকি দিতো। গত ১০ জুন সকাল সাড়ে ৭টার দিকে
আসামিরা লোহার রড, লাঠি, দা প্রভুতি নিয়ে বাড়ির সামনে এসে
গালিগালাজ করতে থাকে। সে সময় তার ছেলে মুন্না সেন গালি দিতে
নিষেধ করায় তাকে মারপিট করে। তার চিৎকারে তিনি, তার স্ত্রী চায়না
খাতুন, ছোট ছেলে সজিব ও ভাই সাহেব আলী এগিয়ে গেলে তাদেরকেও
মারপিটে জখম করে। তার স্ত্রী পরনের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটনায়।
তার গলা থেকে সোনার অলংকারও ছিনিয়ে নেয়। এ সময় আশেপাশের
লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
পরে তার ছেলে মুন্না ও স্ত্রী চায়না বেগমকে যশোর জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় মামলা করলে পুলিশ
আসামি রিপনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ১৩ জুন দুপুরে তাকে
আদালতে সোপর্দ করা হয়েছে।