ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুরে শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই গ্রামের আশরাফুল ইসলাম নিজ বাড়ির আইপিএস মেরামত করতে যায়। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে।

সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আশরাফুল ইসলাম পেশায় একজন গাড়ীচালক। তার মৃত্যুর ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।