যশোরে মানব পাচার মামলার পলাতক আসামী ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেফতার

মানব পাচার মামলায় পলাতক আসামী শুকুর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোরের অভয়নগর থানার ধোপাদী দপ্তরীপাড়া (জনৈক মফিজুর সাংবাদিকদের বাড়ির পাশের্^) নিনছার ওরফে ইনছার আলী মোল্লার ছেলে। গত সোমবার ১৫ জুলাই রাত সাড়ে ১১ টার সময় তাকে ঢাকা মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে র‌্যাব-২ এর সহায়তায় কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার ১৬ জুলাই তাকে যশোর কোতয়ালি আমলী আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারীকর্মকর্তা জানান, চলতি বছরের ১৯ জানুয়ারী সকাল ৯ টায় যশোর সদর থানার চুড়ামনকাটি বাগডাঙ্গা গ্রামের সজবী বিক্রেতা আখের আলীর স্ত্রী আয়েশা (২৬ ) কে শুকুর মোল্লা মোটর সাইকেলে তুলে শহরে কেনাকাটার প্রলোভন দিয়ে নিয়ে আসে। পরে আয়েশাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারনে পাচার করে। এ ঘটনায় পাচারের শিকার আয়েশার স্বামী আখের আলী যশোর কোতয়ালি থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহন না করায় আদালতের স্মরনাপন্ন হলে আদালতের নির্দেশে ২ মার্চ কোতয়ালি থানায় মামলা হন। আসামী শুকুর মোল্লা আয়েশার স্বামী আখোর আলীর সাথে পরিচয়ের সূত্রধরে বাড়িতে যাতায়াত করতো। ঘটনার দিন আখের আলী সবজী বিক্রি করতে বাড়ি হতে বের হওয়ার পর শুকুর মোল্লা আয়েশাকে যশোর শহরে কেনাকাটার কথা বলে মোটর সাইকেলে তুলে পাচারের উদ্দেশ্যে নিয়ে পাচার করে।#