মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং সংস্কার পরিষদ, যশোর জেলা শাখার সমন্বয়ক সালমা খাতুনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন সালমা খানম, সমন্বয়ক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর।
এছাড়াও উপস্থিত ছিলেন তহমিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স; আর্জিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর; জান্নাত আরা, ইন্সট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ প্রমূখ।