যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শুভড়াড়া ইউনিয়নের ফেরিঘাটে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে। তিনি আরো বলেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে।
অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে এই পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী গোলাম কুদ্দুস, যশোর জেলা যুব সভাপতি অধ্যাপক মশিউর রহমান।
শুভড়াড়া ইউনিয়ান জামায়াতের সভাপতি আলমগীর হুসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শুভড়াড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল হক, অভয়নগর উপজেলার যুববিভাগের সভাপতি নুবুল ইসলাম বাবুল, উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, শিবির নেতা আশিকুর রহমান, নওয়াপাড়া কলেজ ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ। এসময় উপস্তিত ছিলেন সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।