যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
(অমিত্রাক্ষর) ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ,এস,এম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে যেখানে দৌড়ানো উচিৎ, সেখানে হেঁটে লাভ নাই। আগের সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে,বাক স্বাধীনতা ছিলোনা,মিথ্যা উন্নয়ন প্রপাগাণ্ডা চালানো হয়েছে। গণ-অভ্যুত্থানে শুধু ১ ব্যক্তিকে বিতাড়ন সম্ভব হয়েছে,টোটাল সিস্টেমকে বিতাড়ন সম্ভব হয়নি।তরুণদেরকে খণ্ডকালীন চাকুরি দেয়া যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।দাবী দাওয়া নিয়ে আসলে যাচাই বাছাই না করে ব্যবস্থা নেয়া উচিৎ না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান,জেলা শিক্ষা অফিসার মো: মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ,মূখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন(লিখন) প্রাপ্তি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি আহসান কবীর বাবু,লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,ছাত্র জাহিদ হাসান,প্রতিনিধি সুজন,সোহান,রাতুল,আকাশ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রায় ৭০ জন,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন।