যশোরে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

jessore map

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মাসুম বিল্লাহ ও সজীব হোসেন এর নেতৃত্বে।

মঙ্গলবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে বৃক্ষ মিছিল অনুষ্ঠিত হয়।তারা স্বৈরাচার হাসিনা সরকারকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে তারা আমাদের প্রকাশ্য শত্রু।

মোদি সরকারকে বলব আগে নিজের দেশের নিরাপত্তা বৃদ্ধি করুন।আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।অবিলম্বে ভারত সরকারকে অফিশিয়ালি ক্ষমা চাইতে হবে।

এবং ভারতকে হুশিয়ার দিতে চাই আমাদের দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়লে আমরা জীবন বাজি রেখে হলেও ভারতীয় আগ্রাসন মুক্ত করব ইনশাআল্লাহ।