যৌতুকের ৫লাখ টাকা দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী শুশুর ও শাশুরীর বিরুদ্ধে এক গৃহবধূ মামলা করেছে। আদালতে নির্দেশে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানা কর্তা মামলা রুজু করেছেন। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের স্বামী সেলিম হোসেনের ছেলে ইকবাল হোসেন,শ^শুর সেলিম হোসেন ও শ^াশুরী আছিয়া বেগম। মামলাটি করেন, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে বিবি কুলসুম।
মামলায় বাদি উল্লেখ করেন, গত বছরের ১৮ মার্চ ইসলামী শরিয়ত মোতাবেক ইকবালের সাথে বাদির বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও তার মা বাবা বাদির পিতা মাতার কাছে যৌতুক বাবদ ৫লাখ টাকা দাবি করেন। যৌতুকের টাকার জন্য গৃহবধূ বিবি কুলসুমকে স্বামী তার মা বাবার প্ররোচনায় নির্যাতন মারপিট করতে থাকে। মেয়ের সুখের কথা ভেবে গৃহবধূর পিতা তার জামাতাকে প্রথম পর্যায়ে ৫০ হাজার ধার স্বরুপ প্রদান করে। এর কিছুদিন যেতে না যেতেই পুনরায় যৌতুকের জন্য মানসিক নির্যাতন ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে। বাদিকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। যৌতুকের টাকা না দিলে বাদিকে নিয়ে ইকবাল ঘর সংসার করবেনা বলে হুমকী দেয়। বাদি উপায়ূন্তর না দেখে আদালতের স্মরনাপন্ন হলে আদালতে নির্দেশে কোতয়ালি থানায় যৌতুক আইনে মামলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত যৌতুক লোভীরা গ্রেফতার হয়নি।