যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু

 যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হচ্ছে আজ(বৃহস্পতিবার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) যশোরে এসছেন। তিনি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, নিহত ২৭জন ও আহত ৬৩ জনের এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদসহ ঘটনাস্থল পরিদর্শন করবেন।
সূত্রে জানায়,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতর স্বজন ও আহত এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদ করবেন। পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করবেন। একই দিন বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক, প্রতিনিধিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এছাড়া শুক্রবার বাকি অংশ নিহত ২৭জন ও আহত ৬৩জনের এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদসহ ঘটনাস্থল পরিদর্শন করবেন। এদিন বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।