যশোরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউন্ডেশন দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে ১০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মুহম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যবসায়ী সমাজের উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা আরও সম্প্রসারণ করতে হবে।
আইবিডব্লিউএফ যশোরে সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এন সি কমিটির সদস্য ও সভাপতি ডি সি এস আমিনুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সভাপতি আবুল কালাম আযাদ, বাঘারপাড়া উপজেলার সভাপতি ওমর ফারুক, মণিরামপুর উপজেলার সভাপতি আবুল হোসেন, যশোর শহর সভাপতি মাওঃ আবুল কাশেম প্রমুখ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি ইয়ানুর রহমান ও মীর খালিদুর রহমান মুরাদ, অফিস ও প্রচার সম্পাদক মাওঃ আবুল কাশেম, কোষাধ্যক্ষ কুতুব উদ্দীন ও প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর কবির সহেল।