চৌগাছায় আগাছানাশক পান করে কিশোরের মৃত্যু

chowgacha jessore map

যশোরের চৌগাছায় আগাছানাশক পান করে সিজান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিজান ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের নাতি। সে দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল।

নিহতের মামা চঞ্চল জানান, সিজান বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। রোববার (২৩ মার্চ) পারিবারিক কারণে নানির সঙ্গে অভিমান করে সে আগাছানাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।