নড়াইলের চন্ডিপুরে ইলিয়াস শেখ হত্যা মামলার ৩ আসামিকে আটক

নড়াইল সদরের চন্ডিপুর গ্রামের ইলিয়াস শেখ হত্যা মামলার ৩ আসামিকে আটক করেছে যশোর পিবিআই। গত ২৬ মার্চ রাতে চন্ডিপুর ও রতডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়।

এরা হলেন, চন্ডিবরপুর গ্রামের জকির মোল্লার ছেলে মিনারুল মোল্লা (২১), কালামিয়া হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৪০) এবং আতিয়ার রহমানের ছেলে তারেক বিল্লাহ (১৯)।

পিবিআই জানিয়েছেন, চন্ডিপুর গ্রামের ৪বছর প্রবাস জীবন কাটানোর পর গ্রামেই গরুর খামার ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। গ্রামে সামাজিক দ্বন্ধ ও ক্রোন্দলকে কেন্দ্র করে ২০২৪ সালের ২০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে খুন হন। তিনি জঙ্গলবাধাল গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। আসামি রাবেনের বাড়ির পাশে পৌছালে ৬জন আসামি তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী একটি মামলা করেন। এই মামলায় নড়াইল সদর থানা পুলিশ তদন্ত শেষে ৬জনের নাম উল্লেখ করে একটি চার্জশিট দাখিল করে আদালতে।

কিন্তু আসামিরা ওই চার্জশিটের বিপরীতে আদালতে নারাজি দিলে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য যশোর পিবিআইকে নির্দেশ দেন। সে মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের এসআই শরীফ এনামুল হক গত ২৬ মার্চ রাত আসামি মিনারুল ও সেলিমকে চন্ডিরামপুর গ্রাম থেকে এবং আসামি তাকেরকে রতডাঙ্গা গ্রাম থেকে আটক করে।