যশোর বই বাজারে ফের নকল বই উদ্ধার হয়েছে। এবার জেলার অন্যতম বড় প্রকাশনা ও বিতরণ প্রতিষ্ঠান হাসান বুক ডিপো থেকে অ্যাডভান্স প্রকাশনির ৫০টি নকল গ্রামার বই জব্দ করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
শনিবার রাত ১০টার দিকে অ্যাডভান্স প্রকাশনির অভিযোগের ভিত্তিতে সমিতির নেতারা অভিযান চালিয়ে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণির বিভিন্ন নকল সলুশন বই উদ্ধার করেন। উদ্ধারকৃত বইগুলোর মূল্য ৩৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত। জব্দ তালিকায় প্রকাশনির প্রতিনিধি, হাসান বুক ডিপোর পরিচালক জসিম উদ্দিন খানসহ কয়েকজন স্বাক্ষর করেন।
ডিপোর পরিচালক জসিম উদ্দিন খান দায় অস্বীকার করে বলেন, তার কোনো অসাধু কর্মচারী এর সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি সমিতির সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন।
এর আগে এপ্রিলের ৮ তারিখ ইউনাইটেড লাইব্রেরি ও বুক প্যালেস থেকে এবং গত অক্টোবর বাণী বুক ডিপো থেকে নকল বই উদ্ধার করা হয়। এই ঘটনায় জরিমানাও করা হয় এবং একটি লাইব্রেরির সদস্যপদ বাতিল হয়।
এ বিষয়ে সোমবার সমিতির কার্যালয়ে সিদ্ধান্তমূলক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান। তিনি বলেন,যশোরে একের পর এক নকল বই উদ্ধারের ঘটনা অত্যন্ত দুঃখজনক।