শার্শায় পুলিশের জালে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

শার্শায় পুলিশের জালে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলায় পুলিশি অভিযানে ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩৫) নামে এক যুবক আটক হয়েছে। আজ রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।

শার্শা থানার এসআই  আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় শুভ ঘোষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশি করে। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক যুবকের প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্যাকেটটি খুলে ১০টি সোনার বার পাওয়া যায়।  উদ্ধার হওয়া দশটি সোনার বারের আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

অভিযানকালে নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।