নোয়াখালীতে দুই বোন অপহরণের ২১ দিন পার, উদ্ধারে ধীরগতি

নোয়াখালীতে দুই বোন অপহরণের ২১ দিন পার, উদ্ধারে ধীরগতি

নোয়াখালী সদর উপজেলায় দুই স্কুলছাত্রী অপহরণের ২১ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে অপহৃতদের পরিবার।

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল ইসলাম শনিবার (১৭ মে) দুপুরে জানান, শুক্রবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর আগে, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের ফয়েজ মিস্ত্রি বাড়ি থেকে ওই দুই বোন অপহৃত হয়।

অপহৃতরা হলো পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহরিম হারুন ফালাহ (১৫) এবং স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী তাছনুবা হারুন তাহা (১২)।

অপহৃত দুই বোনের মা ফরিদা আক্তার জানান, তার বড় মেয়ে ফালাহ স্কুলে যাওয়া-আসার পথে চর বাঞ্চারাম গ্রামের ওমর ফারুকের ছেলে সাজ্জাদুর রহমান শাওন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। বিষয়টি শাওনের দাদা, নানা ও পরিবারের অন্যান্য সদস্যদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এতে শাওন আরও ক্ষুব্ধ হয়ে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ফরিদা আক্তারের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে দুই মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পাওয়ায় শাওনের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা কিছুই জানেন না বলে দাবি করে।

ভুক্তভোগীদের মামা ওয়াহিদুর রহমান অপু বলেন, “গত ২১ দিন ধরে আমার দুটি ভাগ্নি অপহৃত। থানায় অভিযোগ করার পরও পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি। পুলিশ একাধিকবার অভিযুক্ত শাওনের পরিবারের সঙ্গে থানায় বৈঠক করেছে, কিন্তু কোনো ফল আসেনি। সর্বশেষ বৃহস্পতিবার রাতেও তাদের নিয়ে থানায় বৈঠক হয়। কোনো তথ্য না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশ আমার বড় বোন ফরিদা আক্তারের কাছ থেকে এজাহার নেয় এবং অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওনকে গ্রেপ্তার করে।”

অপহৃত ছাত্রীদের বাবা হারুন অর রশিদ বলেন, “আমার বড় মেয়ে ফালাহর এসএসসি পরীক্ষার ছয়টি বিষয় শেষ হয়েছে। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সে তার পরের দিনের পরীক্ষার জন্য পড়ার টেবিলে প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বখাটে শাওন ও তার সঙ্গীরা আমার বড় মেয়ের সঙ্গে আমার ছোট মেয়েকেও অপহরণ করে নিয়ে যায়। জানি না আমার মেয়েরা কোথায় আছে, কেমন আছে। এখন তথ্য-প্রযুক্তির যুগ, অথচ ২১ দিন পেরিয়ে গেলেও পুলিশ আমার মেয়েদের উদ্ধার করতে পারল না। আমি আমার মেয়েদের সন্ধান চাই।”

সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তদন্ত চলছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।