কুইন্স হাসপাতালে ‘কুইন্স কেয়ার সার্ভিস’ উদ্বোধন: ঘরে বসেই মিলবে স্বাস্থ্যসেবা

যশোরে কুইন্স হাসপাতাল প্রাইভেট লিমিটেডের নতুন উদ্যোগ “কুইন্স কেয়ার সার্ভিস ঘরে বসেই কুইন্স হাসপাতালের সেবা, ব্লাড স্যাম্পল কালেকশন” আজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ. এস. এম. মাহিনুল হক রিয়ন।

এই সেবার মাধ্যমে রোগীরা বাসায় বসেই টেলিমেডিসিন সেবা নিতে পারবেন এবং প্রশিক্ষিত টিম বাসায় গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করবে, যা পরীক্ষা করা হবে হাসপাতালের নিজস্ব ল্যাবে।

ব্যবস্থাপনা পরিচালক জানান, এটি বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য সহায়ক হবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক, চিকিৎসক, ম্যানেজার ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।