যশোরের শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৭

যশোরের শার্শায় এক যুবলীগ নেতাসহ মোট সাতজন আসামীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে শার্শা থানাধীন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, ১। উপজেলার জিরেনগাছা গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে  মুরাদ হোসেন (৪৮) ২। রামপুর গ্রামের নওশেদ আলীর ছেলে আমিনুর রহমান (৬৮) ৩। বাগআঁচড়া গ্রামের মৃত একাব্বরের ছেলে ও ৮ নং বাগআঁচড়া  ইউনিয়ন যুবলীগ শাখার সাধারণ সম্পাদক ইকবাল হসান তুতুল (৪৫) ৪। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে সাহেব আলী (৬৫) ৫। একুই গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে কামাল উদ্দিন (৬২) ৬। শিকারপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে হায়দার আলী (৬৫) ৭। শুড়ার ঘোপ গ্রামের মৃত বাদল বিশ্বাসের ছেলে পরোয়ানা ভূক্ত আসামী হাবিল।
পুলিশ জানায়, একজন পরোয়ানা ভূক্ত আসামীসহ মোট ৭ জন আসামী থানা এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীদেরকে শনিবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।