যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা (৫) নিহত ও তার ভাই সজিব (৬) আহত হওয়ার মামলার সন্দেহভাজন আসামি রাব্বি হোসেন মুসা (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকারএকটি বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু একটি লাল বল সদৃশ বস্তু পায় এবং তা ঘরে নিয়ে এলে বিস্ফোরণ ঘটে। এতে খাদিজা নিহত ও সজিব গুরুতর আহত হয়। ঘটনার পর নিহত শিশুর মা সুমি খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে র্যাব নিশ্চিত হয় যে শংকরপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে রাব্বি হোসেন মুসা ঘটনার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ এর একটি দল ২৪ মে দুপুর পৌনে ৩টার দিকে যশোর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।