“সাংবাদিকতা শুধুই একটি পেশা নয়—এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক গভীর দায়বদ্ধতার নাম। সত্য বলার ক্ষেত্রে কখনো আপোষ করা চলবে না।”
এভাবেই শক্ত বার্তা দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। শনিবার সকালে(২৪ মে) যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সত্য-মিথ্যার মিশ্রণে সংবাদ পরিবেশনের যুগ শেষ। এখন সময় এসেছে সাহসের সঙ্গে সাদা-কালো আলাদা করে দেখানোর।”
তিনি বলেন, “দেশের গণমাধ্যম গত ১৫ বছরে নানা চাপে, প্রলোভনে এবং দুঃসময়ে সত্য উচ্চারণে পিছিয়ে পড়েছে। এক শ্রেণির সাংবাদিক নেতা ও গণমাধ্যম কর্মী স্বেচ্ছায় দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারপন্থী চাটুকারিতায় লিপ্ত ছিলেন। এ অবস্থার পুরোপুরি পরিবর্তন এখনও হয়নি।”
বিচারপতি হাকিম নতুন প্রজন্মের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের হতে হবে নির্ভীক ও আপোষহীন।
তিনি আরও বলেন,“গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ এটি জনমত গঠনের অপরিহার্য মাধ্যম। কিন্তু বিভাজনের রাজনীতি সাংবাদিক সমাজেও ঢুকে পড়েছে। নেতৃত্বের সংকট,ব্যক্তিকেন্দ্রিক দম্ভ এবং পেশাগত দায়িত্বে অবহেলার কারণে গ্রাসরুট সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আসেনি।”
কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ-এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও মানবজমিন-এর সিনিয়র রিপোর্টার নূর ইসলাম, জেইউজের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ যশোরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।