যশোরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা

ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহিতাদের কাছে পেঁৗছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে যশোরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সমুহ গ্রহন করার কলাকৌশল, জমির মালিকগন সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ই-নামজারির আবেদন অন লাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির ই-পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন- ইত্যাদি বিষয়ে হাতে কলমে দেখানো হবে ও এসকল সেবা প্রদান করা হবে এই মেলায়।

মেলার স্টলে বসে ভূমি উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীগণ এই তিনদিনে ওয়ান স্টপ সার্ভিসের আদলে গ্রাহকদের সেবা প্রদান করবেন। পাশাপাশি সরকারের ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন ডিজিটাল কর্মকান্ড সম্পর্কে গ্রাহক বা জমির মালিকদের একটা স্পষ্ট ধারনা প্রদান করা হবে।

যশোর কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার স্টল বসানো হয়েছে। এছাড়া জেলার বাকি ৭টি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে একই ধরনের স্টল বসিয়ে ভূমি মেলা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে গতকাল শনিবার সকালে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। এসময় আরডিসি আকলিমা আক্তার ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিউল আলম উপস্থিত ছিলেন।