৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও চাপে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১২৪ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরে যাওয়া দলটি আজ ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে।

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তাসকিন আহমেদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তদিওয়ানাশে মরুমণি। তিনি ৩.৬ ওভারে দলীয় ১৫ রানে আউট হন।

এরপর ৭.১ ওভারে দলীয় ৩০ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার জয়লর্ড গাম্বি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা, জোনাথন ক্যাম্পবেল ও অ্যাশলে এনডিলুভু।