হামলার পর ঢাকা কলেজ ছাত্রদল নেতার পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য

স্থানীয় আওয়ামীলীগের এমপি হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদল নেতা এ এইচ এম হাসান মোর্শেদের বাড়িতে হামলা চালানো হয়েছে।

শুধু তাই নয়, উল্টো পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে জঙ্গি অপবাদ দেয় এবং পরে এলাকা ছাড়তে বাধ্য করে।

হাসান জানান, গত (২ আগস্ট ২০১৭) ঢাকার কোনাপাড়া মাতুয়াইলে নিজ বাসায়, এমপি হাবিবুর রহমানে নেতৃত্বে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের ৪০-৫০জন হামলা চালায় এবং বাসায় ভাংচুর করে।

হামলায় হাসান মোর্শেদ ভূইঁয়া ও তার ছোট ভাই আহসান মোর্শেদ ভূইঁয়া আহত হয়েছেন।

হাসান বলেন, হামলার পর হামলাকারীরা পুলিশকে কল দিয়ে এনে আমার পরিবারের সবাইকে পুলিশে ধরিয়ে দেয়। কিন্তু ডেমরা থানার ওসি ছিলেন আওয়ামীলীগের অংগ-সংগঠন সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। ওসি ভুক্তভোগীদের কোনো সহায়তা না করে উল্ট হয়রানী করে। আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেন, আমি নাকি বাসায় জঙ্গী আস্তানা করে রেখেছি। আমি নাকি ঢাকার বিভিন্ন এলাকায় জঙ্গি হামলা চালাই। আওয়ামীলীগ নেতা বিপ্লব এবং বসন্ত বাবু এসব বিষয় উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্তু ওসি কোনো কিছুর প্রমাণ না পেয়ে বিভিন্ন তদবিরের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে, আমার পরিবারের কাছ থেকে এবং আমার কাছ থেকে সাদা কাগজে সাক্ষর নেয়। দুই দিন পরে আমার পরিবারের সবাইকে এলাকার ছাড়তে বাধ্য করে। এলাকায় ছেড়ে আমি পরিবারসহ অন্য এলাকায় অবস্থান করছি।