যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্য সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর: বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের (বিএসপি) ১৭৯তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মুহাম্মদ হাতেম আলী সরদার ও কবি সুমন বিশ্বাস।

bspসংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, আহমেদ মাহাবুব ফারুক, রফিকুল পাশা, আবুল হাসান তুহিন, সাধন কুমার অধিকারী, আরশি গাইন, আমিরুজ্জামান, শাহরিয়ার সোহেল, গোলাম রসুল, রাশিদা আখতার লিলি, ডা. অমল কান্তি সরকার, আবদুল আলিম, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, নাসির উদ্দিন, তুহিন হাসান, সানজিদা খাতুন, অ্যাড. মাহমুদা খানম, শরিফুল আলম, রুহুল আমিন, মো. ইলিয়াস শাহ, তাসলিমা রুবি, মো. নজরুল ইসলাম, চয়ন বাবু কর, এমডি জিহান হাসান রিদয় প্রমূখ।

সংগঠনের সদস্য কবি শাহরিয়ার সোহেল সম্প্রতি ঢাকার কাব্যকথা সাহিত্য পরিষদের সম্মাননা লাভ করায় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদের আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান এবং বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টুর রোগমুক্তি কামনা করা হয়।