মাদারীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বার একসঙ্গে ৩ সন্তান প্রসব!

3 childমাদারীপুর: মাদারীপুর জেলা সদরে একসঙ্গে ৩ পুত্রসন্তান প্রসব করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা। তবে জন্মের কয়েক ঘণ্টা পরই একটি সন্তানের মৃত্যু হয়েছে।

উপজেলার রশিদ গৌড়ার ইটভাটার শ্রমিক রুপা বেগম শুক্রবার সকালে সদর হাসপাতালে এই তিন সন্তানের জন্ম দেন।

প্রসূতি রুপা খুলনার নয়াকাঠি গ্রামের নজরুল সরদারের মেয়ে ও একই গ্রামের আসাদুল গাজীর স্ত্রী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নারী ও তার স্বামী দুজন ইটভাটায় কাজ করেন। বৃহস্পতিবার সারা দিন সাত মাসের অন্তঃসত্ত্বা রুপা ইটভাটায় কাজ করেছেন। পরে শুক্রবার ভোররাতে সামান্য ব্যথা উঠলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে স্বাভাবিকভাবে তিনটি সন্তানের জন্ম দেন রুপা।

তবে যে সন্তান ১০ মাস পর হওয়ার কথা তা মাত্র ৭ মাসে জন্ম নেয়ায় তিন সন্তানের মধ্যে একটির ওজন হয়েছে, ১ হাজার গ্রাম, আর একটির ওজন ৯০০ গ্রাম এবং অপরটির ওজন হয়েছিল ৫০০ গ্রাম।

এই তিন নবজাতকের মধ্যে ৫০০ গ্রাম ওজনের শিশুটি জন্মের ৫ ঘণ্টা পর মারা গেছে। বাকি দুই সন্তান ও মা সুস্থ রয়েছেন।

প্রসূতি রুপা বেগম বলেন, আমি বুঝতেই পারি নাই আজকে আমার সন্তান জন্ম নেবে। আমি বৃহস্পতিবারও ইটভাটায় কাজ করেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খাজা বদরুদ্দোজা বলেন, ১০ মাসে বাচ্চা হওয়ার কথা, সেখানে মাত্র ৭ মাসে বাচ্চা জন্ম হয়েছে। শিশুদের ওজন খুবই কম এবং পুষ্টির অভাব রয়েছে। এ জন্য একটি বাচ্চা মারা গেছে।