সুন্দরগঞ্জে বিদ্যুৎ সংযোগ পেল ৭৭৪টি পরিবার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ও তারাপুর ইউনিয়নে পল্লীবিদ্যুতের আওতায় শনিবার ৭৭৪টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেলো। তার মধ্যে রামজীবন ইউনিয়নে ৫০৯টি এবং তারাপুর ইউনিয়নে ২৬৫টি পরিবার রয়েছে।

শনিবার সকালে দক্ষিন রামজীবন আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সুন্দরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবু সোলায়মান হোসেন, সচিব আনিছুর রহমান রাজু, ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, এলাকা পরিচালক জহুরুল ইসলাম, রামজীবন ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি এটিএম এনামুল হক মন্টু প্রমুখ। পরে সুইচ টিপে সংসদ সদস্য ৫০৯টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এছাড়া বিকালে তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামে ২৬৫টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য।

পল্লী বিদ্যুৎ সুত্রে জানা গেছে, রামজীবন ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ প্রদানে ব্যয় হয়েছে প্রায় ৯৬ লাখ টাকা এবং তারাপুর ইউনিয়নে প্রায় ৩০ লাখ টাকা।