আল জাজিরার কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ চেয়েছে আইসিসি

23স্পোর্টস ডেস্ক: গেল সপ্তাহে ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের ওপর একটি ডকুমেন্টারি প্রচার করে হৈচৈ ফেলে দিয়েছিল আল জাজিরা। সেখানে ম্যাচ ফিক্সারদের দাবি করেছিল, ৬০ থেকে ৭০ শতাংশ ক্রিকেট ম্যাচ তাদের হাতে পাতানো হয়ে থাকে। ফিক্সাররা আরো জানিয়েছিল, ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড এবং গত বছরের মার্চে রাচিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ স্পট ফিক্সারদের ভূমিকা ছিল। এরপরই নড়েচড়ে বসেছে আইসিসি। ঘোষণা দিয়েছে তদন্তের। আর এই তদন্তের জন্য আল জাজিরার কাছে ম্যাচ ফিক্সিং সম্পর্কিত আরো প্রমাণ চেয়েছে তারা।

ম্যাচ ফিক্সিং নিয়ে ডকুমেন্টারি প্রচার করলেও তাদের কাছে থাকা সব তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আইনগত জটিলতার কারণে প্রকাশ করেনি। কিন্তু তদন্তের স্বার্থে সেইসব তথ্য ও প্রমাণ চেয়ে আল জাজিরার কাছে অনুরোধ করেছে আইসিসি। শুক্রবার রাতে এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘আমি আল জাজিরাকে বলেছি তাদের কাছে থাকা ক্রিকেটের দুর্নীতি সংক্রান্ত সকল নথি আমাদের দিতে। অভিযোগ তদন্তে আমাদের ওই প্রমাণগুলো প্রয়োজন।’

তিনি আরো বলেছেন, ‘আমরা একটি নিরপেক্ষ তদন্তের জন্য সবকিছু পরীক্ষা করতে চাই। সে কারণে তাদের কাছে থাকা সমস্ত প্রমাণ দেখতে চাই। আমি তাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি শুনে উৎসাহিত হয়েছি। এবং প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সকল নথি তারা আমাদের দেবে।’

ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে অনুসন্ধান করতে আল জাজিরার ছদ্মবেশী ক্রাইম দল তদন্তে নেমেছিল। তারা দেখেছেন, ফিক্সাররা যে অনুমানের কথা বলেন হাই প্রোফাইল কোনো টেস্ট নিয়ে তাও বিশ্বের অন্যতম সেরা দুই দল নিয়ে তাই ঘটে থাকে। খেলার নির্দিষ্ট জায়গায় সেটাই প্রকাশ পায়। আল জাজিরা জানাচ্ছে, আমাদের তদন্তে ম্যাচ ফিক্সাররা এটা জানিয়েছে যে ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড এবং গত বছরের মার্চে রাচিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ স্পট ফিক্সারদের ভূমিকা ছিল।

সূত্র : ক্রিকইনফো।