অভয়নগরে দুর্নীতি-মাদক-জঙ্গি বিরোধী গণ মতবিনিময় ও শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর (মাইলপোস্ট) রেল সড়ক সংযোগে রেলঝুঁকি হ্রাস, দুর্নীতি-মাদক-জঙ্গি প্রতিরোধে এক গণমতবিনিময় ও শপথানুষ্ঠানের আয়োজন করা হয়।

sopotরবিবার সকাল ৮ টায় বিকেএফ এর সহকারী পরিচালক এস এম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দীন মোহাম্মদ শেখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক গাজী রেজ্বাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি দাস, ঠান্ডু মিয়া, ছাত্রদের মধ্যে নাসরিন সুলতানা, ইমন দাস, কুলসুম আক্তার, হৃদয়, আনিসুর, জিহাদুল।

বক্তারা বলেন, ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ আর নয়। বাল্য বিয়ে, ইভটিজিং, জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। আজকের শিশু কিশোরদেরকেই এগিয়ে আসতে হবে। ঘুণে ধরা সমাজ ব্যবস্থাার মধ্যে কিশোর তরুণদের হাল ধরা ছাড়া উপায় নেই। পরে রেল নিরাপত্তা, দুর্নীতি, বাল্যবিয়ে- ইভটিজিং-মাদক বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিাত বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও অনুষ্ঠানের আয়োজক দুর্নীতি প্রতিরোধ কমিটির সা: সম্পাদক সুনীল দাস।