গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় গরুর বর্ষালি ধান খাওয়াকে কেন্দ্র করে মারপিটে মমেনা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মমেনা বেগম ওই উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানাগেছে, সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের আলতাফ মিয়ার পরিবারের সাথে মমেনা বেগমের স্বামী শাহিদুল ইসলামের দীর্ঘদিন থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে শত্রুতা চলে আসছিল। এরই মধ্যে গত শনিবার আলতাফ মিয়ার গরু গিয়ে শহিদুল ইসলামের বর্ষালি ধান খেয়ে ফেললে তার স্ত্রী মমেনা বেগম গরুটিকে জমি থেকে তাড়িয়ে দিয়ে বাড়ি আসতে ধরে। পথি মধ্যে আলতাফ মিয়ার স্ত্রী ও তিনি নিজেই মমেনা বেগমের পথ রোধ করে এবং গরু বাধার খুট দিয়ে মমেনা বেগমকে হত্যার উদ্দ্যেশে কন্ঠনালিতে উপর্যুপরি আঘাত করে। এলোপাতাড়ি আঘাত করতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

অভিযোগের বিষয়টি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার নিশ্চিত করেন।